স্টাফ রিফোটার :: বড় বহুলা ইয়াং ফাইটার্স ক্লাব কর্তৃক আয়োজিত টিভি কাপ মিনি ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকাল ০৩ ঘটিকায় টুনামেন্টির উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এম এ মন্নান সর্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের সত্যের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নায়েব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মনসুর শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রাহিম আহমেদ, এছাড়াও উপস্হিত ছিলেন এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় এম এ মন্নান বলেন দেশের যে পরিস্হিতি দেখা যাচ্ছে প্রায় ৮০% যুব সমাজ মরণ ব্যধি নেশা এবং মাদকের সাথে জড়িয়ে পড়ছে এ যুবসমাজ কে মাদকনেশা থেকে দূরে রাখতে হলে পড়ালেখার পাশাপশি খেলাধুলার বিকল্প নাই এজন্য যুবক ছেলেদেরকে পড়ালেখার পাশাপশি নিয়মিত খেলাধুলা করতে হবে। এসময় এস এম মনসুর শামিম বলেন একাই মাদকের বিরুদ্ধে রুখে দাড়িয়েছি কখনো কখনো হত্যার হুমকি দামকিও পেয়েছি তবে মাদকবিরোধী আন্দোলন ছাড়ি নাই আজকে আমি অনেক বেশী আনন্দিত কারণ যুবকরা এত সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে৷ এসময় সময়ের সত্যের সংবাদক পত্রিকার সম্পাদক নায়েব হোসেন বলেন খেলাধুলা করলে মনমানসিকতা ভালো থাকে তাই আমি যুবক দেরকে আহ্বান করব যে পড়ালেখার পাশাপশি যেন তারা নিয়মিত খেলাধুলা করে এতে করে শ্বরীরের ব্যায়াম ও হবে তেমনি মানসিকভাবেও ভালো থাকবে, সাংবাদিক রাহিম আহমেদ বলেন মাদকের সাথে জড়িয়ে পড়বে যারা সব হারিয়ে মরবে তারা তাই মাদকসেবী বন্ধুদের কেও পরিহার করতে হবে কারণ কথায় আছে সত সঙ্গে সর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ। পরে বক্তাদের আলোচনার পরে দুটি ম্যাচ অনুষ্টিত হয়।
বিজয় বাংলা/এইচ/২০২১ইং