কলমেঃ আব্দুল হাকিম সুজন
অনেক দিন আগে
চলে গিয়েছ দূরে সরে
ভুলতে চাই অতীতকে
মনে পড়ে একা থাকলে।
যতই পাড়ি গালিগালাজ
যতই যাই দূরে দূরে
অনেক হাসির মাঝে
থেমে যায় আমার হাসি যে।
কি আছে তোমার মধ্যে
নাই কি অন্যের মধ্যে তাহা
তবুও আমি সুখী না
তোমাকে ছাড়া।
একে একে গেছে কতটা বছর
হয়েছে কতো কিছু পরিবর্তন
আমার মন দেখি রয়েছে এখনও
আগেরই মতন।
কি মন্ত্র দিয়ে করেছ
আমার মনকে বস
তুমি ডাকলে চলে যায়
নাই কোনো চোখ লাজ।
মনের সাথে মন হয়রে সংযোগ
তুমি আমি যতই ভুলি
মনে মনে হয় সংগঠন।
অভিমানের নিকট যাই
আমি হেরে
মনের সাথে যুদ্ধ করে
থাকতে পাড়ি না ভুলে।
মনকে পরিবর্তন করিতে
এনেছি অন্যেকে ঘরে
একই বালিশে মাথা রেখে
তবুও তোমাকেই মনে পড়ে।