কলমেঃ আব্দুল হাকিম সুজন
থাকব না আর চুপ করে
লড়াই করিব হাতে কলম নিয়ে
প্রকাশ করিব দেশটাকে
সমাজে যা অঘা রেঞ্জ আছে।
পাড়িব না হাতে মুগুর নিতে
দিতে পাড়িব না গুলি করিতে
চাই না করিতে গালিগালাজ
তুলে ধরিব কবিতাতে।
আমি কি? জানি কি?
কি আছে আমার মধ্যে
রাখিব না নিজের ভিতর
প্রকাশ করিব কবিতার ভিতর।
সমাজে দেশের অশ্লীল কর্ম
ভালো মন্দা সমাজ সেবক
নারী পুরুষ আছে ধর্ম
কলম চলিবে লিখব তত।
মানুষ এখন নির্বোধ কতো
কবিতা পড়ে না, দেখে অশ্লীল যতো
ভালো কথা শোনে না
সোজা পথে হাটে না।
মানুষ এখন চালক বেশী
পদে পদে ঠোকেন তেমনি
ভালো কথার ফাঁক খূঁজে
কথায় কথায় কিন্তু খোঁজে।
জ্ঞানী গুণীর মুল্যে নাই
শিক্ষা দীক্ষার অভাব নাই
নিজেকে নিজে চালাক ভাবে
বিপদে পড়িলে পায়ে ধরে।
শক্তি গুলির আর সময় নাই
বুদ্ধি দিয়ে রাজত্ব চালায়
ফালা লাঠির জোর নাই
কলম দিয়ে সব হয়।